banglanewspaper

সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ‘টেন ইয়ার চ্যালেঞ্জ’ জোয়ার। সেই তালিকায় যোগ দিচ্ছেন তারকারাও। এবার ‘টেন ইয়ার চ্যালেঞ্জ’ নিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। নিজের ভেরিফাইড ফেসবুকে ২০০৯ ও ২০১৯ সালের দুটি ছবি পোস্ট করেছেন নায়িকা।

ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, তখন এবং এখন। পরিষ্কার মনে আছে সেদিন হোস্টেলে আমার রুমমেটের সঙ্গে পোশাক পরিবর্তন করেছিলাম। আমি তার এয়ার হোস্টেস কসটিউম পছন্দ করতাম। অন্যদিকে সেও আমার শর্টস ও নীল টিশার্ট পরেছিল। খুব সুন্দর সময় ছিল। তখন আমি ভীষণ উদ্যমী ছিলাম এখনও ঠিক তাই। 

এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কলকাতার নীলরতন সরকার হাসপাতালে বেশ কয়েকটি কুকুর শাবকের পিটিয়ে মারার ভিডিও ভাইরাল হয়।  ভিডিওটি দেখে খুবই মর্মাহত হন মিমি চক্রবর্তী। টুইটারে অভিযুক্তদের উদ্দেশে তিনি লেখেন, আমি চাই তোমাদেরও পিটিয়ে মেরে ফেলা হোক, যেভাবে তোমরা ওদের মেরেছিলে।

মিমি আরও লেখেন, হ্যাঁ, আমি জানি একজন পাবলিক ফিগার হিসেবে আমার এমন বলা উচিত নয়। কিন্তু সত্যিই আমি পরোয়া করি না।

মিমির এমন পোস্ট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা।

ট্যাগ: bdnewshour24 মিমি