banglanewspaper

এফনান নাবিল, ঢাকা: সময়ের জনপ্রিয় লেখক কলামিষ্ট, উদিয়মান কবি আবু নোমানের সাড়া জাগানো কবিতা নিয়ে অমর একুশে বইমেলায় আসছে অনবদ্য কাব্যগ্রন্থ ‘বিন্দুতে চন্দ্রবিন্দু’। বইটির নামের নান্দুনিকতার পাশাপাশি প্রচ্ছদে যেন চোখ আটকে যায়।

লাল সবুজের বাংলাদেশ, রংধনুর ছোয়া, চাদের ঝলকের এক সংমিশ্রণ রয়েছে এতে। বইয়ের বর্ণণা দুই কলমে দেয়া সম্ভব নয়। কাব্যগ্রন্থে উঠে এসেছে প্রকৃতির ছাচ, প্রেম দ্রোহ বাস্তবতা ও ভালবাসার ছোয়া গহীন বালুচরে দাড়িয়ে আমি চোরাবালিতে বিলীনের ভয়, নি:সঙ্গ এই গন্তব্যহীনকে ভালবেসে হাত দুটি ধরবে হায়?

মাত্র একটি কবিতা পড়েই আমার অনূভুতির কথা নিজের মধ্যে আবদ্ধ রাখতে পারিনি আপনারা সবাই বইমেলায় ‘বিন্দুতে চন্দ্রবিন্দু’ পড়ে দেখবেন আশাকরি সকলের হৃদয়ে গেথে থাকবে। বইটি প্রকাশ করেছে চর্চা গ্রন্থ প্রকাশ, প্রচ্ছদ- রানা হাসান, পৃষ্ঠা-৮০, শুভেচ্ছা মূল্য- ১১০-১১৫ টাকা। পাওয়া যাবে চর্চা গ্রন্থ প্রকাশে, আলীগড় লাইব্রেরীতে- বইমেলা প্রাঙ্গন, বরিশালে থাকবে ---ইউনিভার্সিটি ষ্টেশনারী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

ট্যাগ: bdnewshour24 বইমেলা আবু নোমান