banglanewspaper

বাসকে ওভারটেক করতে গিয়ে সাভারের আশুলিয়ায় ইটবোঝাই একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ২৯ জানুয়ারি) সকাল সোয়া নয়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে। আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, লাশ দুটির মধ্যে একটি ওই ট্রাকের চালক অন্যটি হেলপারের। চালকের নাম মোহাম্মদ মুজাহিদ আর হেলপারের নাম শাহিন। এখনো দুইজন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

নিখোঁজরা হলেন- শেরপুরের শিপন ও নৈশপ্রহরী কাদের। তাদের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় তুরাগ নদীতে এ ঘটনা ঘটে। 

ওসি রিজাউল হক দিপু জানান, ট্রাকটি আশুলিয়া থেকে ইটবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি মরাগাঙ্গ এলাকায় ব্রিজে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এতে ট্রাকটি তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে একজনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগ: bdnewshour24 আশুলিয়া