
২০২০ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নারী ও পুরুষদের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই আসরটির আয়োজক অস্ট্রেলিয়া। আর এবার'ই প্রথম নারী ও পুরুষদের বিশ্বকাপ এক সঙ্গে আয়োজন করছে দেশটি।
তবে সাকিবের বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে বাছাই পর্বের বাধা পেরিয়ে খেলতে হবে মূল পর্বে। আইসিসির নিয়ম অনুযায়ী গেলো বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত র্যাংকিংয়ে সেরা আট দল খেলবে সরাসরি মূল পর্বে। কিন্তু টাইগাররা র্যাংকিংয়ে নিচে থাকায় সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পায়নি। নতুনদের মধ্য থেকে র্যাংকিংয়ে সেরা আটে থেকে সুযোগ পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।
প্রাক বাছাই পর্ব থেকে উঠে আসা ৬টি দলের বিপক্ষে পর্যায়ক্রমে বাছাই পর্ব খেলে আসবে সুপার টুয়েলভে। চূড়ান্ত পর্ব মাঠে গড়াবে ২৪শে অক্টোবর। স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। ১৫ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২০২০ টি-টোয়েন্টি আইসিসি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত পর্ব, বাছাই পর্ব ও প্রাক বাছাই পর্ব মিলে মোট ১৬ দলের অংশগ্রহণে ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪৫টি ম্যাচ।