banglanewspaper

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরায় এলাকাবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

কা‌লীগঞ্জ থানার ও‌সি মোহাম্মদ আবু বক্কর জানান, রাথুরা গ্রামে ডাকাত ঢুকেছে এমন খবর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর গ্রামবাসী নিহতদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

ও‌সি আবু বক্কর আরো জানান, ঘটনাস্থল থেকে রামদা উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের পরিচয় ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। 

পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ট্যাগ: bdnewshour24 কালীগঞ্জ গণপিটুনি