banglanewspaper

বাকৃবি প্রতিনিধি: ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। বুধবারদুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন শাখা ছাত্রলীগ সভাপতি মো. সবুজ কাজী।

কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নেতারা গাছ লাগানোর প্রয়োজনীয়তা প্রসঙ্গে বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ একদিকে যেমন সৌন্দর্য্য বর্ধণ করছে অপরদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা করে চলছে। আমাদের দেশকে ও পরিবেশকে বাঁচাতে তাই আরও অধিক হারে বৃক্ষরোপণপ্রয়োজন।

ট্যাগ: bdnewshour24 বাকৃবি