banglanewspaper

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: প্রশ্নপত্রর ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুরের যোগীরসিট এলাকা থেকে দুই সদস্য আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

বৃহস্পতিবার (৩১ জনাুয়ারি) দিবাগত গভীর রাতে কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রাম থেকে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের অভিযানিক দল তাদের আটক করে। 

আটককৃতরা হলেন- শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের আবুল হাসেমের ছেলে রফিকুল ইসলাম ও একই গ্রামের শুক্কুর আলীর ছেলে আকরাম হোসেন। রফিকুল ইসলাম গাজীপুরের ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক শিক্ষার্থী ও স্থানীয় একটি কোচিং সেন্টারের পরিচালক।

র‌্যাব ১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তরা বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন অনলাইনের মাধ্যমে ফাঁস করে আসছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, গ্রুপ ও লিংকের মাধ্যমে প্রশ্ন ফাঁস করত।

ট্যাগ: bdnewshour24 শ্রীপুর