banglanewspaper

গল্পের শুরু আজ থেকে ১১ বছর আগে৷ মৃত্যুর মুখে থেকে ফিরে এসেছিলেন লিম৷ গাড়ি দুর্ঘটনায় এমন ভাবে জখম হন যে ক্ষতিগ্রস্ত হয় তার শরীরের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া৷ ১০ ইউনিট রক্ত ও ২ ইউনিট প্লেটলেটস সেই যাত্রায় বেঁচে যান তাইওয়ানের বাসিন্দা লিম৷

এরপরের গল্প জানতে হলে এগিয়ে যেতে হবে ৭ বছর আগে৷ পারিবারিক ব্যবসায় যোগ দিতে নিজের শহর সিঞ্চুতে যান লিম৷ সেখানেই প্রেমে পড়েন এক রাইস ডাম্পলিং বিক্রেতার৷ দুবছর সম্পর্কের পর বিয়েও হয় তাদের৷

একদিন হঠাৎই নিজেদের জীবনের সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা নিয়ে গল্প করছিলেন তারা৷ ১১ বছর আগের ঘটনা মনে পড়ায় বিচলিত হয়ে পড়েন লিম৷ হাসপাতালে ফোন করে তার দাতার নাম জানতে চান৷ হাসপাতাল কোনও ভাবেই নাম জানাতে চায়নি যা গোপনীয় রাখার নিয়ম৷ অবশেষে তারা জানায় দাতার পদবী ছিল লিয়ান৷ যা কিনা তার স্বামীরও পদবী৷

এরপরই লিম কৌতূহলবশত তার স্বামীর আইডেন্টিফিকেশন নম্বর মিলিয়ে দেখেন৷ আর তারপরই চমকে ওঠেন৷ ২০ বছর বয়স থেকেই নিয়মিত রক্ত ও প্লেটলেটস দান করেন লিয়ান৷ নিজের অজান্তেই বাঁচিয়ে ফেলেছিলেন হবু স্ত্রী-র প্রাণ৷

তথ্যসূত্র: মিরর

ট্যাগ: bdnewshour24 স্বামী