banglanewspaper

ঢাকাই ছবির ঝড় তোলা চিত্রনায়িকা পরীমনি নজরকাড়া গ্ল্যামার আর মিষ্টি হাসিতে দর্শকদের বশ করেছেন আরও আগেই। এবার নিজের নামটাও পাল্টে নিচ্ছেন এই সুন্দরী নায়িকা। 

তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘স্বপ্নজাল’ মুক্তি পায় গত বছর ৬ এপ্রিল। এর প্রায় একবছর পর তার ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটি আগামী ৮ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘স্বপ্নজাল সবার হৃদয় ছুঁয়েছে। আমি এখনও স্বপ্নজালের সেই শুভ্রাতেই জড়িয়ে আছি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটি চারবছর আগে শুটিং করলেও আমার কাছে একদমই নতুন। একদমই টাটকা। আমার মনে হয় দর্শকদের কাছেও তাই মনে হবে। এই সিনেমায় আমার চরিত্রের নাম জান্নাত। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।’

সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু ও পরীমনি। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় সিনেমায় গান থাকছে ছয়টি। 

সিনেমাটির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।

প্রসঙ্গত, শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটির ‍শুটিং শুরু হয় চার বছর আগে। মাঝে দুবার মুক্তির তারিখ হলেও পরে পিছিয়ে যায়। 

ট্যাগ: bdnewshour24 পরীমনি