banglanewspaper

বন্দুক হাতে নিয়ে হংকংয়ের রাস্তায় ঘুরছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

পাশাপাশি তারা পথচারীদের সঙ্গে হাত মেলাচ্ছেন, ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। রাস্তার পাশের রেস্টুরেন্টে খাওয়া-দাওয়াও করছেন।

এমনই কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু ঘটনা আসলে তা নয়। রদ্রিগো দুতের্তে ও কিম জং উনের মতো অবিকল চেহারার দুই ব্যক্তি বেশভূষায় এ দুই নেতার মতো।

তারাই হংকংয়ের মধ্যাঞ্চলের একটি চার্চের অনুষ্ঠানে গিয়ে সবাইকে চমকে দেন।

দুতের্তের বেশে যাকে দেখা গেছে, তিনি হলেন ক্রিসেনসিও এক্সট্রিম এবং কিমের অবিকল হাওয়ার্ড এক্স। হাওয়ার্ড একজন রাজনৈতিক সমালোচক।

হংকংয়ের একটি রেস্টুরেন্টে পৌঁছার পর তাদের শুভেচ্ছা জানান সেখানকার কর্মচারী এবং অন্যান্য উৎসুক মানুষ। এ সময় নকল দুই নেতার হাতে কৃত্রিম রাইফেল দেখা যায়।

চার্চের ভেতরে সাধারণ মানুষের মাঝে তারা যখন পৌঁছান, তখন অনেকেই তাদের ঘিরে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন।

ট্যাগ: bdnewshour24 কিম