banglanewspaper

তাহলে কি বলিউড সুন্দরী আনুশকা শর্মা তাঁর যমজ বোনকে খুঁজে পেলেন! অন্তর্জাল দুনিয়ায় এমন বিস্ময়ভরা চোখ সবারই।

ইনস্টাগ্রাম, টুইটার সবখানেই এক নারীর ছবি হাত ঘুরছে। দেখতে প্রায় অবিকল আনুশকা শর্মা। অবশ্য চুলটা শুধু সোনালি। মানুষ তো ভাবতেই পারেন, চুলে রং লাগিয়েছেন আনুশকা। অথবা ইনিই হচ্ছেন এ নায়িকার যমজ। তেমন ভাবনা আর রসচ্ছলে ভাইরাল ওই নারীর ছবি।

কে তিনি, যাঁকে আনুশকার প্রতিরূপ মেনে চলছে শেয়ার-কমেন্ট? তিনি হলেন মার্কিন গায়িকা জুলিয়া মাইকেল। নেটিজেনরা এ প্রশ্নও ছুড়েছেন, জুলিয়া কি জানেন তিনি দেখতে হুবহু বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মতো?

তাই আনুশকা ও জুলিয়া দুজনকেই ট্যাগ করে অবিরাম ছবি শেয়ার করে চলেছেন ভক্ত ও অনুরাগীরা।

বেশ কিছুদিন ধরেই আনুশকা শর্মা ও তাঁর স্বামী ক্রিকেটার বিরাট কোহলি খবরের শিরোনাম হচ্ছেন তাঁদের গর্জিয়াস ছবি ও ভিডিওর জন্য। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ক্রিকেট সফরে ছিলেন কোহলি আর দুই দেশেই স্বামীকে সঙ্গ দিয়েছেন আনুশকা। ভক্তদের জন্য দুজনই তাঁদের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

জুলিয়ার চেহারার সঙ্গে বেশ মিল আনুশকার। একই রকম চোখ, নাক, ঠোঁট; এমনকি অবয়বও আনুশকার মতো। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার দিয়েছেন জুলিয়া। সেই পোস্টের মন্তব্য-ঘরে এক ভক্তের মত, ‘তুমি দেখতে হুবহু বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মতো।’ আরেক ভক্ত লিখেছেন, ‘আমার মনে হচ্ছে, আনুশকা চুলের রং বদলেছে।’

আরেক ভক্ত লিখেছেন, ‘ওএমজি! তিনি দেখতে একদম আনুশকার মতো। পাঁচ দিন ধরে আমি তাঁর একটি গান শুনছি, এ দিকটা খেয়ালই করিনি।’

এসব অবশ্য আনুশকার জন্য নতুন নয়। নেটিজেনরা এরই মধ্যে কৌতুক করা শুরু করেছেন। এমনকি বানিয়ে চলেছেন মিমি। কেউ বলছেন, ‘আমেরিকার আনুশকা।’

২৫ বছরের জুলিয়া কণ্ঠশিল্পী ও গীতিকার। সেলেনা গোমেজ, ডেমি লোভাতো, শন মেন্ডেস, ব্রিটনি স্পিয়ার্স, জাস্টিন বিবার, হেইল স্টেনফিল্ডসহ বিশ্বখ্যাত তারকারা তাঁর লেখা গান গেয়েছেন। ২০১৭ সালে তিনি কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক করেন। গ্র্যামির মনোনয়নও পেয়েছে তাঁর গান।

অন্যদিকে আনুশকা শর্মাকে সর্বশেষ আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে দেখা যায়। এ ছবিতে আরো ছিলেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। তবে বক্স অফিসে ছবিটি সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। আনুশকা জানিয়েছেন, নেটফ্লিক্সে ‘বুলবুল’ নামে একটি ছবি মুক্তি দেবেন। এর প্রযোজক তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস

ট্যাগ: bdnewshour24 আনুশকা