banglanewspaper

দেশের বাজারে দাম কমলো হুয়াওয়ের ওয়াই সিরিজের ওয়াই ৫ লাইট স্মার্টফোনের। ফোনটি এখন পাওয়া যাচ্ছে ৭ হাজার ৯৯৯ টাকায় যার  দাম ছিল ৮ হাজার ৯৯০ টাকা।
 
হুয়াওয়ের ফুলভিউ টাচস্ক্রিন ডিসপ্লের স্মার্টফোনটির রেজ্যুলেশন ৭২০ ও ১৪৪০ পিক্সেল। ডিসপ্লে রয়েছে ৫.৪৫ ইঞ্চি। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ গো এবং ইএমইউআই ৮।
 
চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৩৯। রয়েছে এক জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
 
এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানারোমা সুবিধাসহ ফোনটির পিছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। যার অ্যাপারচার ২.০। আর এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ২.২ অ্যাপারচারের সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
 
ফোনটিতে ব্যাকআপ সুবিধা দিতে ব্যবহার করা হয়েছে ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ডুয়েল সিম সুবিধাসহ কালো ও নীল রঙে পাওয়া যাচ্ছে।

ট্যাগ: bdnewshour24 হুয়াওয়ে