
ইন্দোনেশিয়ায় অভিবাসন কর্মকর্তাকে থাপ্পর দেওয়ায় ব্রিটেনের এক নাগরিকের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। বুধবার দেশটির বালি দ্বীপের একটি আদালত এ সাজা দেয়।
এর আগে বালির নগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ঘটনা ঘটে। ছয় মাস আগের ওই ঘটনা সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিবিসি বলছে, আউজ-ই তাকাদ্দাস নামক ৪২ বছর বয়সী ওই নারীর ভিসার মেয়াদ ১৬০ দিন আগে শেষ হলেও তিনি বালি দ্বীপে অবস্থান করেন। পরে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন।
এ সময় এক অভিবাসন কর্মকর্তা তাকে সাড়ে ৩৫ হাজার ডলার জরিমানার কথা জানালে তিনি (তাকাদ্দাস) ওই কর্মকর্তার কাছ থেকে নিজের পাসপোর্ট কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার মুখে থাপ্পড় দেন। ওই ঘটনা মোবাইলে ধারণ করা হলে পরে তা ভাইরাল হয়।
বুধবার সাজা ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাচ্ছেন তাকাদ্দাস
এ ঘটনায় বালির রাজধানী ডেনপাসারের আদালতে মামলা হয়। কিন্তু নানা অজুহাতে তাকাদ্দাস মামলার শুনানি তিন বার পিছিয়েছেন।
রয়টার্স বলছে, এমন ঘটনা ঘটেছে যে, তাকাদ্দাস নিজের অসুস্থতার কথা বলে শুনানির দিন পিছিয়েছেন, অথচ খোঁজ নিয়ে দেখা গেছে তিনি হোটেলে নেই।
অবশেষ বুধবার বিচারক এস্থার অক্টাভি ওই ব্রিটিশের ছয় মাসের কারাদণ্ড দেন।
তবে রায়কে ‘আনফেয়ার’ (নিরপেক্ষ নয়) বলে মন্তব্য করেছেন তাকাদ্দাস।
আর মামলার প্রসিকিউটর এই সাজা কম হয়েছে বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। গত বছরের ২৮ জুলাই এ ঘটনায় এক বছরের সাজার আবেদন করেন প্রসিকিউটর।
তবে তাকাদ্দাস সাজার বিরুদ্ধে আপিল করেছেন বলে জানিয়েছেন বিচারক।