banglanewspaper

গত এক সপ্তাহেই ১৯ জন নৃতাত্ত্বিক অধিকারকর্মী পশতু বিক্ষোভকারীদের আটক করেছে পাকিস্তানের পুলিশ। 

এতে উদ্বেগ প্রকাশ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের অধিকার কর্মীরা নতুন করে আতঙ্কে দিন কাটাচ্ছে। 

এদিকে গত বুধবার পুলিশের সহিংসতার বিরুদ্ধে এক প্রতিবাদী বিক্ষোভে পথে নামলে সেখান থেকে অনেককেই আটক করা হয়। 

এর আগে নতুন সংগঠন পশতু তাহাফফুজ আন্দোলনের (পিটিএম) কর্মীরাও এমন আটক হয়রানির শিকার হয়েছিলেন। 

পার্লামেন্টে সদস্য ও পিটিএম নেতা আলী ওয়াজির বলেন, এখনো আমাদের ১৮ জন কর্মী কারাগারে রয়েছেন। এর মধ্যে আটকের একদিন পর পশতু অধিকার কর্মী গুলালেই ইসমাইলকে রাজধানী ইসলামাবাদ থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।

এদিকে গত মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিক্ষোভ চলকালে পিটিএমের আঞ্চলিক নেতা আরমান লোনি নিহত হওয়ার ঘটনায় সংগঠনটি দায় চাপাচ্ছে পুলিশের ওপর।

যদিও পুলিশ এই হত্যাকাণ্ডের দায় নিতে অস্বীকৃতি প্রকাশ করেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

পাকিস্তানে চলমান এই আটকের ঘটনায় বিবৃতিতে আটককৃতদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

ট্যাগ: bdnewshour24 পাকিস্তান