banglanewspaper

তারেক আনাম, বই মেলা থেকে ফিরে: অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ শুরু হতে ভির জমতে শুরু করেছে লেখক পাঠকসহ দর্শনার্থীদের। তরুণ লেখকের চাহিদা কম পরলক্ষিত হলেও ব্যতীক্রম ঘটেছে পান্ডুলিপি জয়ী কাব্যগ্রন্থ বিন্দুতে চন্দ্রবিন্দুর বেলায়। মেলা শুরুর প্রথম সপ্তাহে অনেক সাড়া পড়েছে বইমেলা প্রাঙ্গনে।    

আবু নোমান গ্রামে মাটির সাথে আলিঙ্গন করতে করতে বেড়ে ওঠেছেন যেন কবিতার রোদ্যা হিসেবে।   নবীন এই কলামিস্ট ও কবি তার বিন্দুতে চন্দ্রবিন্দুতে স্পর্শ দিতে চেয়েছেন সব ধরনের লেখা। সবাই বইমেলায় এসে বইটি একবার হাতে নিয়ে পড়ে দেখবেন, আপনি মুগ্ধ হবেনই।

কাব্যগ্রন্থ : বিন্দুতে  চন্দ্রবিন্দু, লেখক : আবু নোমান, প্রকাশক : চর্চা গ্রন্থ প্রকাশ, স্টল নং - ২০৪ (কালি মন্দির বাহির গেইটের  পাশে) ৪১০, আলীগড় লাইব্রেরী, মূল্য -১১০ টাকা। 
 

ট্যাগ: bdnewshour24 গ্রন্থমেলা