banglanewspaper

সারা জীবন ধরে যাকে খুঁজেছেন অবশেষে তাকে পেলেন আনুশকা! আর তাঁকে পেয়ে আনুশকার উচ্ছাস ছড়িয়ে পড়ল গোটা নেট দুনিয়ায়। ট্যুইট রি-ট্যুইটে ভরে উঠল নেট দেওয়াল।

ব্যাপারটা আর কিছুই নয়। হুবহু আনুশকার মত দেখতে গায়িকা জুলিয়া মিশেল। একদিকে আনুশকার ছবি, অন্যদিকে নিজের ছবি দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। বলাই বাহুল্য, সে পোস্ট নেটিজেনদের চোখ এড়ায়নি।

মঙ্গলবার জুলিয়ার করা ট্যুইটের উত্তর দেন আনুশকা। লেখেন তোমাকেই খুঁজে এসেছি আমি সারা জীবন ধরে। এরকমই অবিকল দেখতে আরও ৫ জনকে খুঁজে চলেছি এখনও।

তবে তাঁদের দুজনের মুখের সাদৃশ্য অবাক করার মতই। চুলের রংয়ের পার্থক্য ছাড়া প্রায় একই দেখতে লাগে দুজনকে।

ট্যাগ: bdnewshour24 খুঁজছি