banglanewspaper

‘স্টুপিড’ বলায় বিয়ে রেজিস্ট্রি করার তিন মিনিটের মাথায় বিচ্ছেদের আবেদন করেছেন এক নববধূ। এমন ঘটনাই ঘটেছে কুয়েতে। আর এটি কুয়েতের ইতিহাসে সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডিল ইস্ট মনিটর।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বিয়ে রেজিস্ট্রি হওয়ার পর ঘর থেকে বের হওয়ার সময় নববধূ দরজায় বাড়ি খান। তখন ওই নববধূর স্বামী তাকে ভর্ৎসনা করে ‘স্টুপিড’ (নির্বোধ) বলেন। এতেই ক্ষিপ্ত হন ওই নববধূ। তৎক্ষণাৎ বিচ্ছেদ করবেন বলে মন স্থির করেন তিনি। এর ফলে তাৎক্ষণিক বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই নারী। পরে ওই নারীর আবেদন গৃহীত হয়।

এদিকে এমন ঘটনার খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকে এর ব্যাপক প্রশংসা করেছেন আবার কেউ কেউ জানিয়েছেন নিন্দা।

কেউ সামাজিক মাধ্যমে লিখেছেন, নববধূ বিয়ে ভেঙে দেওয়ার এ সিদ্ধান্ত সঠিক হয়েছে। কারণ হিসেবে অনেকে জানিয়েছেন, বর বিয়ের পরপরই এমন আচরণ করতে পারে তার সঙ্গে না থাকাটাই ভালো!

তবে অনেকে লিখেছেন, হুট করে বিচ্ছেদ করার মত এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই ঠিক 
হয়নি।

ট্যাগ: bdnewshour24 বিয়ে