banglanewspaper

সাইফ আলী খানের কন্যা সারা আলী খান বর্তমানে বেশ খোশমেজাজে রয়েছেন। কারণ তার প্রথম দুটি ছবি ‘হিট’ এর তকমা পেয়ে গেছে। বিজ্ঞাপনে বাড়ছে তার চাহিদা। সারা খান পরিণত হয়েছেন তরুণ প্রজন্মের ফ্যাশন আইকনেও। এদিকে অন্তত আরো হাফ ডজন ছবি হাতে আছে সারার।

তবে সম্প্রতি অন্য একটি কারণে আলোচনায় আসলেন তিনি। তাকে দেখা গেল শুধু বিকিনি পরা অবস্থায়। একটি সুইমিংপুলে শুধু দুই পিস বিকিনি পরে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।

এমন ছবি নিজেই তিনি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। ছবিটির বিপরীতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগই সারার প্রশংসা করেছেন। বলেছেন, সারাকে এমন পোশাকে দারুণ লাগছে।

বিকিনির জন্য সঠিক শারীরিক সৌন্দর্য্য রয়েছে তার। অনেকে বলেছেন, বাবা-মায়ের যোগ্য উত্তরসূরি তিনি। আবার কেউ কেউ বলেছেন, কেবল আলোচনায় থাকতেই তিনি বিকিনি পরা ছবি পোস্ট করেছেন। 
 

ট্যাগ: bdnewshour24 সারা আলী