banglanewspaper

নোয়াখালীতে  ‘গাঙচিল’ সিনেমার শুটিং করতে গিয়ে ‘গুরুতর আহত’ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। রবিবার (১০ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জে সকাল ১০ টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। তাদের শরীরের একাধিক স্থানে ক্ষত হয়েছে।

ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল এই দূর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ফেরদৌস-পূর্ণিমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিকালে তাদেরকে নোয়াখালী সদরে নেওয়া হবে। শরীরের আঘাত কতটা গুরুতর সেটা জানার জন্য দুজনকে এক্স-রে করা হবে।

এদিকে ফেরদৌস গণমাধ্যমকে জানান, পূর্ণিমা মোটর সাইকেল চালিয়ে শট দিচ্ছিল। আমি পেছনে বসা ছিলাম। চলন্ত অবস্থায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই পড়ে যাই। আঘাত বেশ গুরুতর।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবি বানাচ্ছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল।

৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালী জেলার গাঙচিল কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহি ইউনিয়নে এর শুটিং শুরু হয়েছে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

ট্যাগ: bdnewshour2 পূর্ণিমা