banglanewspaper

মাগুরা প্রতিনিধি: মাগুরায় পূজা, অর্চনা, অন্জলী প্রদান ও প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে রোববার সরস্বতীপূজা অনুষ্টিত হয়েছে। বাসা-বাড়ি, বিভিন্ন ক্লাবের পাশাপাশি জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্টানে অনুষ্ঠিত এ পূজায় শিক্ষার্থীরা অন্জলী প্রদান করে বিদ্যা দেবী মা সরস্বতির কৃপা লাভের আসায় তার পায়ে প্রনাম করেন।

তবে এ বছর মাগুরা নার্সিং ইনস্টিটিউট ও নতুন চালু হওয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে সদর হাসপাতাল কম্পাউন্ডে প্রথম সরস্বতি পূজা অনুষ্টিত হয়েছে।

নার্সিং ইনস্টিটিউট, মেডিকেলের শিক্ষার্থী, চিকিৎসকসহ হিন্দু ধর্মের অনুসারিরা এ পূজার সকল আনুষ্ঠানিকতায় অংশ নেন। তারা সকলেই এই পূজায় অংশগ্রহন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগ: bdnewshour24 মাগুরা