
মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ৩ জনকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানা ও টাঙ্গাইলের মির্জাপুর থানার দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের পর আজ তাদের আদালতে তোলা হবে।
এর আগে গত শুক্রবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, গত বুধবার (৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে বের হন সূত্রাপুর এলাকার রায়হান, লাবিব ও নওশাদ। পথে তাদের গাড়ি আটকিয়ে সাদা পোশাকে একটি গাড়িতে তুলে নেয় কয়েকজন। এরপর ৩০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। টাকা দিতে রাজি না হলে মেরে ফেলারও হুমকি দেয় তারা।
পরে, ভোক্তভোগীদের পরিবার কালিয়াকৈর থানায় অভিযোগ করলে ওইদিন রাতেই তাদের উদ্ধার করা হয়।
এর পরপরই অপহরণের অভিযোগে কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন ও টাঙ্গাইলের মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়। মামলার পর তাদের গ্রেফতার করে পুলিশ।
ট্যাগ: bdnewshour24 গাজীপুর