banglanewspaper

এবার নতুন মিশন। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার আগে অবশ্য প্রস্তুতি ম্যাচেই হোঁচট খেয়েছে দল। যদিও সেই ম্যাচটাতে খেলেন নি মাশরাফি বিন মর্তুজা। এরইমধ্যে টাইগার ক্যাপ্টেন যোগ দিয়েছেন দলের সঙ্গে। দেশ ছাড়ার আগে আশাবাদী কথাও শুনিয়েছেন তিনি।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলছিলেন, ‘খারাপ হলে সবাই সমালোচনা করবে, ভালো হলে প্রশংসা করবে। তবে অবশ্যই জেতার চেষ্টা করবো। নিজেদের সেরাটাই খেলব আমরা। আমরা এই সিরিজকে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হিসেবে দেখছি। সামনের ৫ থেকে ৬ মাসের দিকে তাকান, এটা খুব আদর্শ কন্ডিশন।’

সত্যিকার অর্থেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে এবার। যদিও বিশ্বসেরার লড়াই হবে ইংল্যান্ডে। তবে নিউজিল্যান্ডের উইকেটের চরিত্রের সঙ্গে বেশ মিলও আছে ইংলিশ পিচের।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু সকাল ৭টায়। বাকী ম্যাচগুলো দেখতে ভোরে উঠতে হবে আপনাকে। কারণ খেলা শুরু ভোর রাত ৪টায়। বাংলাদেশের একমাত্র চ্যানেল হিসেবে সরাসরি খেলা দেখাবে চ্যানেল নাইন। 

চলুন দেখে নেই সিরিজের সূচি

নিউজিল্যান্ড সফরের সূচি

ওয়ানডে সিরিজ

তারিখ                            ম্যাচ ভেন্যু                          সময়

১৩ ফেব্রুয়ারি

১ম ওয়ানডে, নেপিয়ার

সকাল ৭টা

১৬ ফেব্রুয়ারি

২য় ওয়ানডে, ক্রাইস্টচার্চ

ভোর ৪টা

২০ ফেব্রুয়ারি

৩য় ওয়ানডে, ডানেডিন

ভোর ৪টা

টেস্ট সিরিজ

তারিখ                             ম্যাচ ভেন্যু                        সময়

২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ

১ম টেস্ট, হ্যামিল্টন

ভোর ৪টা

৮–১২ মার্চ

২য় টেস্ট, ওয়েলিংটন

ভোর ৪টা

১৬–২০ মার্চ

৩য় টেস্ট, ক্রাইস্টচার্চ

ভোর ৪টা

ট্যাগ: bdnewshour24 ওয়ানডে বাংলাদেশ নিউজিল্যান্ড