banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইলে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

তিনি বলেন, বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সেলিম রেজার নেতৃত্বে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে মুক্তা বেগমকে (৪০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মুক্তা চিলগাছা গ্রামের মোস্তফা কাজীর স্ত্রী।

এদিকে, নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের রামনগর গ্রাম থেকে ১২ পিস ইয়াবাসহ সবুজ শেখ (২৫) আটক করা হয়। নড়াগাতি থানার এসআই মোকাররম আলীর নেতৃত্ব বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

সবুজ গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামের আবুল হোসেন শেখের ছেলে।

ট্যাগ: bdnewshour24 নড়াইল