banglanewspaper

আত্রাই( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আব্দুল ওয়াহাব (২০) নামের এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার নবাবের তাম্বু গ্রামের আবু তৈয়ব খন্দকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওয়াহাব এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে পছন্দ মতো কলেজে ভর্তি হতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

গত বুধবার দিবাগত রাতে কোন এক সময় সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম হতে উঠতে দেরি দেখে বাড়ির লোকজন তাকে অনেক ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার বাড়ির লোকজন জানান গত কয়েক মাসে বেশ কয়েক বার আত্মহত্যার চেষ্টা করে সে।

এই ব্যাপারে ওসি আত্রাই থানা মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মানসিক ভারসাম্যহীনতায় আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে। সকালে তার মৃত দেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ: bdnewshour24 আত্রাই