banglanewspaper

কক্সবাজারের রামু উপজেলার একটি গ্রাম থেকে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিজিবি। বিজিবি বলছে, এর মূল্য সাড়ে ১৩ কোটি টাকা।

নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুজ্জামান আজ শুক্রবার ইয়াবা উদ্ধারের কথা জানান। মো. আসাদুজ্জামান বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজীপাড়ার একটি গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় এসব ইয়াবা।

মো. আসাদুজ্জামান বলেন, নজরুল ইসলাম নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে বস্তাভর্তি ইয়াবাগুলো উদ্ধার করে। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি। এ ঘটনার পর নজরুল ইসলামও পলাতক।

 

ট্যাগ: bdnewshour24 গোয়ালঘর ইয়াবা