banglanewspaper

গতকাল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তিনি দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে বাগদান সেরে নিয়েছেন। জানা গেছে, পরীমনির বারিধারার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার বাগদান সম্পন্ন হয়েছে। 

এদিকে তামিম হাসান নিজেও ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনির সঙ্গে বাগদানের ব্যাপারটি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার সকালে পরীমনি তার ফেসবুক পেজে তামিম হাসানের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপনের কিছু ছবি পোস্ট করেছেন।

ভালোবাসা দিবসে বাগদান প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনি বলেন, কোনো এক ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের দিনে তাদের বিয়ে হবে।

তিনি বলেন, দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়। এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই। বিয়ের জন্য আমার আর একটু পরিপক্কতা লাগবে।

তামিম হাসান একটি জাতীয় দৈনিক পত্রিকার বিনোদন বিভাগের দায়িত্বে আছেন।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেমের ঘোষণা আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়। যদিও পরীমনি ও তামিম অনেক আগেই গোপনে বিয়ে করেছেন—এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

ট্যাগ: bdnewshour24 পরিমনি