banglanewspaper

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: চলতি এসএসসি পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলছিল। কেন্দ্রর ভিতর শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে প্রত্যবেক্ষক দু’জনও রয়েছে দ্বায়িত্বে। পরামর্শ অথবা নকলের চিন্তায় জানালার পাশে দাঁড়িয়ে আছে অভিভাবক। দীর্ঘক্ষন এমনই দৃশ্য দেখা যাচ্ছিল গাজীপুরের শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভ্যানুতে। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে ওই ভ্যানুর ৩ নং কক্ষের পূর্ব পাশে এমন অবস্থা চলছিল। যদিও পরীক্ষা চলাকালীন সময়ে ২’শ গজের মধ্যে ১৪৪ ধারায় জনসাধারনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

উক্ত কেন্দ্রের কেন্দ্র সচিব মনিরুল হাসান ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা চলাকালে কেন্দ্রে না থেকে উপজেলায় অনুষ্ঠিত একটি মিটিংএ চলে যাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে যানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, ওই কেন্দ্রের পূর্ব পাশে খোলা জায়গা থাকায় বহিরাগতরা খুব সহজেই অসদুপায় অবলম্বনের সুযোগ পায়।

অন্যদিকে  অনৈতিক  সুবিধা লাভের আশায় কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ ভ্যানুতে পরীক্ষা দিলেও শুধুমাত্র বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য একই ক্যাম্পাসে পূর্বপার্শ্বের বাউন্ডারীহীন প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হচ্ছে।

ওই কক্ষে প্রত্যবেক্ষকের দায়িত্বে থাকা খোজেখানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক বোরহান উদ্দিন জানান,আমি কয়েকবার জানালায় দাঁড়িয়ে থাকা ওই অভিভাবককে সরে যেতে বললেও তিনি সরেননি।

পরীক্ষা চলাকালে কেন্দ্রে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব মনিরুল হাসান মুঠোফোনে জানান,আমি উপজেলায় বিশেষ মিটিংএ  ছিলাম। কেন্দ্রে যারা ছিল তা এ বিষয়ে বলতে পারবে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান,পরীক্ষা চলাকালে ২ গজের মধ্যে জনসাধারনের প্রবেশ সম্পুর্ন নিষিদ্ধ। জানালার পাশে অভিভাবক দাঁড়িয়ে থাকা বা অন্য কোন অসদুপায় অবলম্বন করার বিষয় প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: bdnewshour24 শ্রীপুর