banglanewspaper

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের গোলাবর্ষণে সৌদি আরবের অন্তত নয় সেনা নিহত হয়েছেন। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ ঘটনা ঘটেছে।

শনিবার সৌদি সরকার এক বিবৃতিতে এ তথ্য জানান।হুথিদের সঙ্গে যুদ্ধে এসব সেনা নিহত হয়। এর মধ্যে সৌদি আরবের আল-আশা এলাকায় এক সেনার জানাযা ও দাফন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে সৌদি সামরিক বাহিনী।

এদিকে, হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, তাদের সমর্থিত সেনাদের হামলায় সৌদি সেনাদের মারাত্মক ক্ষতি হয়েছে। এছাড়া, জাফান ও জিজান এলাকার কয়েকটি সেনা অবস্থানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে হুথি সমর্থিত সেনারা।

শুক্রবারও হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের আসির ও নাজরান প্রদেশে সৌদি সেনাদের অবস্থানে হামলায় চালায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে যার মধ্যে কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে। বেশ কিছুদিন শান্ত থাকার পর এসব অঞ্চলে আবার সংঘর্ষ শুরু হলো।

তথ্যসূত্র: পার্সটুডে

ট্যাগ: bdnewshour24 নিহত