banglanewspaper

কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় চারশ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্তরে কৃষি দপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মুকুল কুমার মৈত্র। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনমুন সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে সার ও বীজ  নিতে আসা কৃষকগণ। 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসুচীর আওতায় লোহাগড়া উপজেলায় চারশ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুইশ জন চাষীকে পাঁচ কেজি করে মুগ বীজ এবং দুইশ জন চাষীকে এককেজি করে তিল বীজ দেওয়া হয়।

এছাড়া প্রত্যেক চাষীকে দশ কেজি এমওপি ও বিশ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। 

ট্যাগ: bdnewshour24 লোহাগড়া