banglanewspaper

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নাক হারালেন প্রেমিক। প্রেমিকার চাচা ও পরিবারের সদস্যরা মিলে যুবকের নাক কেটে ফেলে। এ ঘটনায় অভিযুক্ত চাচাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের গুজরাটের আমরেলি জেলার এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃতদের মধ্যে প্রেমিকার বাবা, মা, চাচা ও দুই ভাই রয়েছে।

ঘটনার দিন রাতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রকাশ কোলি নামের যুবক। কিন্তু তার উপস্থিতি টের পেয়ে প্রেমিকার পরিবারের সদস্য তাকে আটক করে। আটক রেখে তার নাক কেটে ফেলে।

পুলিশ জানিয়েছে, প্রকাশ যখন তার বান্ধবীর সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে পৌঁছন, তখন মেয়ের চাচা প্রকাশের নাক কেটে ফেলেন। তড়িঘড়ি করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্যাগ: bdnewshour24 প্রেমিকা প্রেমিক