banglanewspaper

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযানে ময়ূরের পাখা, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

২১'বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, পুটখালী বিওপি’র একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী মাঠের কাঁচা রাস্তার উপর হতে বৃহস্পতিবার রাতে ২৬ হাজার পিস ভারতীয় ময়ূরের পাখা আটক করা হয়।

এছাড়াও পুটখালী বিওপির অন্য একটি টহল দল কর্তৃক ইছামতি নদীর পাড় হতে শুক্রবার সকাল ৮টায় ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং দৌলতপুর বিওপির অন্য একটি টহল দল কর্তৃক গাতিপাড়া কাঁচা রাস্তার উপর হতে শুকবার সকাল ৮টায় ২৫০ পিস কিটকাট চকলেট, ৩৭ প্যাকেট সন পাপড়ি, ১১৮ প্যাকেট বিস্কুট, ৪১০ পিস নেহা মেহেদী এবং ২ প্যাকেট প্যাম্পার্স আটক করা হয়।

আটককৃত মালামালের সর্বমোট মূল্যমান চার লক্ষ তেষট্টি হাজার ছয়শত সত্তর টাকা। আটককৃত মালামাল বেনাপোল কাস্টম হাউজে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগ: bdnewshour24 বেনাপোল ময়ূরের পাখা