banglanewspaper

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক আইডি ও ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মার্চ) সকালে তার ফেসবুক আইডি হ্যাকড হয়। এরপর আইডি উদ্ধারের চেষ্টা করেও পারা যায়নি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘নসরুল হামিদের ফেসবুক হ্যাকড হয়েছে। কোনও স্ট্যাটাস বা তার ই-মেইল থেকে কোনও মেইল পেলে অনুগ্রহ করে খোঁজ বা যাচাই করার অনুরোধ করছি।’

তিনি জানান, ‘শুক্রবার থেকেই আইডি উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এখন মন্ত্রীর আইডি থেকে আগের স্ট্যাটাসগুলো মোডিফায়েড করে পোস্ট করা হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। ’

ট্যাগ: bdnewshour24 নসরুল হামিদ