banglanewspaper

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকা

লে জেলা প্রথমিক অফিসের আয়োজনে বাগেরহাট প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউট (পিটিআই) থেকে র‌্যালী শুরু হয়ে পুনরায় পিটিআই চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে প্রাথমিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।

পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে পিটিআই হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পিটিআই সুপারিন্টেন্ড লস্কর সফি আহম্মেদ। ”প্রথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি” এই শ্লোগানকে সামনেরেখে অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল গনি, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শহীদুল ইসলাম। বক্তারা প্রাথমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ট্যাগ: bdnewshour24 বাগেরহাট