banglanewspaper

নিজস্ব প্রতিবেদক: 'বেসিস সফটএক্সপো-২০১৯' উপলক্ষে আয়োজিত 'এক্টিভেশন প্রোগ্রাম" বুধবার (১৩ মার্চ) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের মেইন ক্যাম্পাস অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়েছে।

এক্টিভেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ উদ্দিন আকবর এবং নেটিজেন আইটি'র চিফ টেকনোলজি অফিসার আব্দুর রহমান মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এম. নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কাজী হাসান রবিন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেন । 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তথ্য ও প্রযুক্তির সাথে সংশ্লিষ্টতা বৃদ্ধির উত্সাহ প্রদান করেন।

ট্যাগ: bdnewshour24 ওর্য়াল্ড ইউনিভার্সিটি অব বাংলাদশ ওর্য়াল্ড ইউনিভার্সিটি বেসিস