banglanewspaper

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সপ্তম বারের মতো পশুপালন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি  বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালি শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, প্রতিটি শিশু ও কিশোরের মুখে প্রতিদিন নূন্যতম এক গ্লাস দুধ, একটি ডিম ও ১২০ গ্রাম মাংস সরবরাহ নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পশুপালন গ্রাজুয়েটবৃন্দ। বর্তমানে দুধ উৎপাদন ৯৪লক্ষ টন, ডিম উৎপাদন ১৫শত কোটি, মাংস উৎপাদন ৭২ লক্ষ টন। এছাড়া আজ ব্রয়লার ও ডিম উৎপাদনে যে বিপ্লব সংঘটিত হয়েছে তার মূল কারিগর পশুপালন গ্রাজুয়েটবৃন্দ।

এসময় প্রাণি উৎপাদন ও প্রাণি চিকিৎসা নামক দুটি পৃথক অধিদপ্তর গঠন, সকল বিজ্ঞান-প্রযুক্তি ও কৃষি ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে পশুপালন ডিগ্রি চালু , লাইভস্টক এক্সটেনশন অফিসার পদে শুধু পশুপালন গ্রাজুয়েটদের নিয়োগসহ মোট ৮ টি দাবি উত্থাপন করা হয়। 

সেমিনারে  পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ আবদুল মান্নান। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের (বাহা) সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

ট্যাগ: bdnewshour24 বাকৃবি পশুপালন দিবস