banglanewspaper

নাগরিক টিভির ধারাবাহিক নাটক ‘জোছনাময়ী’তে  নাম ভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।

অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, খায়রুল আনাম সবুজ, রুনা খান, প্রাণ রায় প্রমুখ।

ভাবনা জানান, জোছনাময়ী তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। নাটকের জোছনাময়ী অনেক স্বাধীনচেতা একটি মেয়ে। কোথায় গিয়ে যেনো তার সঙ্গে মিলে যায়।

তিনি আরও বলেন, আমার সাথে জোছনাময়ী চরিত্রটি মিলে যাওয়ায়, আমি চরিত্রটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছি।

ট্যাগ: bdnewshour24 ভাবনা