banglanewspaper

খান মো. আসাদ উল্লাহ, ববি প্রতিনিধিঃ নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ইউনিভার্সিটি অব প্রফেশনালের ছাত্র আবরার আহম্মেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের পর দোষী বাস চালকের শাস্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার ১১ টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভোলা রোড হয়ে বরিশাল-কুয়াকাটা সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা দোষী বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 ববি