banglanewspaper

গণিতে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো একজন নারীর হাতে উঠছে ‘গণিতের নোবেল’। সায়েন্স অ্যালার্ট ডটকম জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক কারেন কেসকুলা উলেনব্যাক বার্ষিক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

রয়েল সোসাইটির ফেলো জিম আল-খলিলি বলেছেন, ‘গত ৪০ বছরে গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখা কাজের জন্য উলেনব্যাকের আরও বড় স্বীকৃতি পাওয়া উচিত ছিল’।

গণিতে অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়ার বিধান নেই। এইবেল পুরস্কার সেই শূন্যতা কিছুটা কমিয়ে এনেছে। 

এইবেল কমিটির প্রধান হ্যান্স মন্তি কুশ জানিয়েছেন, ২০১৯ সালের এইবেল পুরস্কার পাচ্ছেন কারেন উলেনব্যাক। তার কাজ গাণিতে নাটকীয় পরিবর্তন এনেছে। তার তত্ত্ব সাবানের বুদবুদে যেমন তৈরি হয় তেমন ক্ষুদ্র পৃষ্ঠতল এবং উচ্চ মাত্রার ক্ষেত্রে আরও ক্ষুদ্রিকীকরণ সমস্যাগুলো বোঝায় বিপ্লব সাধন করেছে।

তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের ভাষা হল গেইজ থিওরি, আর এ ক্ষেত্রে উলেনব্যাকের কাজ একটি ভিত্তি তৈরি করেছে যা কণা পদার্থবিদ্যা, স্ট্রিং থিওরি ও সাধারণ আপেক্ষিকতার ক্ষেত্রে অত্যাবশ্যক ভূমিকা পালন করছে।

গণিত ও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যেসব পুরস্কার দেওয়া হয়েছে, তা ঐতিহাসিকভাবেই বেশিরভাগই পুরুষদের হাতে উঠেছে। 

নোবেলজয়ী ৯০৪ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫১ জন নারী। তাই প্রথম নারী হিসেবে উলেনব্যাকের এইবেল জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ট্যাগ: Bdnewshour24 নোবেল