banglanewspaper

বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হয়েছে লাল-সবুজের পতাকার আদলে আলোক সজ্জা। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯ টা ৪০ মিনিটে এই আলোক সজ্জা প্রদর্শন করা হয়। এরপর ২৫ সেকেন্ড স্থায়ী ছিল এই আলোক সজ্জা।

এই সজ্জায় প্রবাসের বুকে খানিকের জন্য যেন ভেসে উঠেছিল বাংলাদেশ। এ সময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাসে মেতে উঠেন। বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে দুবাই প্রকম্পিত হয়। গেল বছর একই সময়ে এই প্রদর্শনী করা হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহইয়ানের নামে নামকরণ করা ১৬৯ তলাবিশিষ্ট এ ভবনটি ২ হাজার ৭১৬ ফুট উঁচু।

ট্যাগ: bdnewshour24 বুর্জ খলিফা বাংলাদেশ