banglanewspaper

বিশ্বের প্রায়ি প্রতিটি সংবাদপত্রেই হানাহানি কিংবা দুর্ঘটনার খবর প্রাধান্য পায়। তবে এর বাইরে শুধু ভাল সংবাদ বা সুসংবাদ ছেপে নজর  কেড়েছে ব্রিটিশ পত্রিকা ‘দ্য হ্যাপি নিউজ’। 

এ পত্রিকাটির উদ্যোক্তা ব্রিটিশ নাগরিক এমিলি কক্সহেড। তিনি পত্রিকার পাতায় যুদ্ধ, সহিংসতা কিংবা দুর্ঘটনার খবর দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি সিদ্ধান্ত নেন শুধু ভাল এবং ইতিবাচক খবর দিয়ে তৈরী করবেন নতুন এ পত্রিকা। এরপর ২০১৫ সালে নেমে পড়েন ‘দ্য হ্যাপি নিউজ’ প্রকাশের জন্য অর্থ সংগ্রহের কাজে। 

‘দ্যা হ্যাপি নিউজ’ সম্পর্কে এমিলি বলেন, ‘এটি ৩২ পৃষ্ঠার সম্পূর্ণ রঙিন একটি পত্রিকা, যার পুরোটা জুড়েই থাকে শুধু ইতিবাচক খবর।’

ত্রৈমাসিক এ পত্রিকাটির প্রচার প্রসঙ্গে এমিলি বলেন, ‘আমি এবং পত্রিকার পাঠকরা এটি হাতে হাতে ছড়িয়ে দেই।এছাড়া প্রতিবেশী বা বন্ধুর কাছে দেয়া, ট্রেন বা বাসে রেখে আসার মাধ্যমেই এটি নানা শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যায়।’

পত্রিকাটির বিষয়বন্তু সম্পর্কে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ খবরের পাশাপাশি ছোট ছোট মজার এবং ভালো খবরও জানা উচিত মানুষের। পুরো পৃথিবীতে প্রতিদিনই ভয়াবহ সব ঘটনা ঘটছে। সেগুলো তো মানুষ জানছেই। কিন্তু পৃথিবীতে কত ভালো ঘটনা ঘটছে সেটাও সবার জানা উচিত ‘

ট্যাগ: bdnewshour24