banglanewspaper

মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি’কে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাভারের একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি।

বৃহস্পতিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ভরারী জামিয়া ইউসুফিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ভরারী জামিয়া ইউসুফিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভরারী বটতলা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং ভরারী জামিয়া ইউসুফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ আইয়ুব আলী। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা এসময় নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সঠিক বিচারের দাবী জানান।

ট্যাগ: bdnewshour24 নুসরাত হত্যাকারী