banglanewspaper

স্টিলার ব্যান্ডের সাবেক ভোকালিস্ট জনপ্রিয় শিল্পী জিয়াউদ্দিন আহমেদ রণি বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকার করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সঙ্গীত তারকা পার্থ কানাই জানিয়েছেন, দুপুর ১টার তার মৃত্যু হয়। জিয়া ব্রেন স্টোক করেন। 

তিনি আরও জানান, এক সপ্তাহ আগে ইউনাইটেড হাসপাতালে জিয়াউদ্দিনের অপারেশন হয়। এর পরপরই জিয়ার অবস্থার অবনতি ঘটে। তাকে কোমায় রাখা হয়। গত এক সপ্তাহ তিনি লাইফ সাপোর্টে ছিলেন। দুপুর ১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভোকালিস্ট জিয়ার আদি বাড়ি গোপালগঞ্জে হলেও তিনি চট্টগ্রামেই জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। নগরীর নাসিরাবাদ আলফালাহ গলিতে তাদের বাসা। তার বাবা মারা গেছেন আরও আগে। নাসিরাবাদ স্কুলেই তার লেখাপড়া।

তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘তুমি কি আমায় আগের মতো ভালোবাসো’ একটি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে তার জানাজা শেষে নগরীর গরীবুল্লাহ শাহ কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হবে।

ট্যাগ: bdnewshour24 ব্যান্ড শিল্পী