banglanewspaper

আগামী রোববার (১৪ এপ্রিল) ১৪২৬ বঙ্গাব্দের প্রথম দিন, পহেলা বৈশাখ। বাঙালিদের প্রাণের উৎসব নববর্ষ। উৎসব মুখর এ দিনে (রোববার) সকালে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যাবে, অনুভূত হবে ভ্যাপসা গরম। আর বিকেলের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘নববর্ষের দিন (১৪ এপ্রিল, রোববার) দেশের বেশিরভাগ জায়গায় প্রধানত শুষ্ক থাকতে পারে। দুপুরে পর অনেক জায়গায় বিশেষ করে দেশের পশ্চিম অংশে ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং ঢাকাতেও বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।’

‘বৃষ্টি না হলেও বজ্রপাত হলো, একটু জোরালো বাতাস হলো -বিকেলের দিকে এমনও হতে পারে নববর্ষের দিন’ বলেন এ আবহাওয়াবিদ।

তিনি আরও বলেন, ‘রোববার (১৪ এপ্রিল) সকালের দিকে একটু মেঘলা আকাশ থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কেটেও যাবে। তাই বিকেল পর্যন্ত ভ্যাপসা গরম থাকতে পারে।’

তিনি বলেন, ‘গত দু’দিন থেকে যেহেতু ঝড়-বৃষ্টি কম হওয়ার একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, বলা যেতে পারে আগামী সপ্তাহ এভাবেই থাকতে পারে। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আপাতত বড় ধরনের ঝড়-বৃষ্টির আশঙ্কা কম।’

ঢাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম আছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

ট্যাগ: bdnewshour24 নববর্ষ