banglanewspaper

মাগুরা: মাগুরায় নুসরাত হত্যাসহ সর্বস্তরে নারী নির্যাতনের প্রতিবাদে জেলা মহিলা পরিষদের আয়োজনে  মুখে কালো কাপড়ে বেঁধে মানববন্ধন ও সমাবেশ করেছে নারীরা। নুসরাত হত্যায় জড়িত অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ সোমবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধন ও সমাবেশে জেলার বিভিন্ন নারী সংগঠনের সদস্য এবং শিক্ষা  প্রতিষ্ঠানের মেয়েরা অংশ নেয়।

সংক্ষিপ্ত সমাবেশে পরিষদের সভানেত্রি মমতাজ বেগম, সহ-সভাপতি লাবনি জামান, সংস্কৃতি কর্মী আনিসুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। নুসরাতের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ স্বরূপ মুখে কালো কাপড় ধারন করেন।

ট্যাগ: bdnewshour24 মাগুরা