banglanewspaper

মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার বাইশমাইলে চলন্ত বাসে ডাকাতিকালে আন্তঃজেলা ডাকাতদলের আট সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, আগের লুন্ঠিত মালামাল ও মাদক উদ্ধার করা হয়।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইলে সিলেট থেকে ছেড়ে আসা পূর্বাশা নামের একটি দূরপাল্লার বাসে তল্লাশী চালায় আশুলিয়া থানা পুলিশের একটি দল। পরে তল্লাশীর একপর্যায়ে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে আটক করা হয়। আজ সোমবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। পরে তাদের ৩ টি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- নারায়নগঞ্জ জেলার মো. শাহিনুর রহমান, রংপুর জেলার পীরগঞ্জ থানার তাজুল ইসলাম, নাটোরের বড়াইগ্রামের এছার উদ্দিন, নড়াইল লোহাগড়ার হাছানুর রহমান, ফরিদপুরের কোতয়ালীর কামরুল হাসান, গাইবান্ধার মো. শরিফুল ইসলাম, জামালপুরের খোরশেদ আলম ও নারায়নগঞ্জ রুপগঞ্জের হুমায়ন। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়াল থানার উপ-পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন জানান, গত ৩১ মার্চ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এস আলম পরিবহনের একটি দূরপাল্লার চলন্ত বাসে আশুলিয়ার নবীনগরে ডাকাতির ঘটনায় এক ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃত ওই ডাকাতের তথ্যের ভিত্তিতে গতরাতে সিলেট থেকে ছেড়ে আসা পূর্বাশা নামে দূরপাল্লার বাসে ডাকাতির প্রস্তুতির সময় বাকী সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় ওই বাসে তল্লাশী চালিয়ে আগের লুন্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

এ বিষয়ে অভিযানে অংশ নেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান (পিপিএম) জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে চলন্ত বাসে ডাকাতির করে আসছে। এদের ১০-১২ জনের দল থাকে। গতরাতে সিলেট থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের দূরপাল্লার বাসে ডাকাতির প্রস্ততি হিসেবে প্রথম থেকেই টিকেট কেটে বাসে ১-২জন উঠে পড়ে।

তারপর দলের বাকী সদস্যরা বিভিন্ন সড়কে অবস্থা নেয় যাত্রী বেশে বাসে উঠার জন্য। বাস কোথায় আছে বা কতদুর এলো এসব তথ্য ভিতরে থাকা ডাকাতরা বাকীদের দিতে থাকে। পরে সবাই উঠে গেলে নির্জন স্থান দেখে বাসের নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের মারধর করে মালামাল লুট করে বাস ফেলে পালিয়ে যায়। 

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, এই ডাকাত চক্রটি ঢাকা জেলাসহ নারায়নগঞ্জ, নরসিংদী, সিলেটসহ বিভিন্ন মহাসড়েকর দূরপাল্লার বাসে যাত্রী বেশে ডাকাতি করে। বিভিন্ন নাম করা পরিবহনের দূরপাল্লার বাসের যাত্রীদের ক্ষেত্রে ভিডিও ছবি নিয়ে থাকে। কিন্তু অন্যান্য পরিবহন তা করে না। ফলে এ ধরনের ঘটনা এড়াতে পরিবহন মালিক ও যাত্রীদের আরও সচেতন হতে হবে। যাত্রীদের তথ্য ও মোবাইল নম্বর বা প্রয়োজনে ভোটার আইডিও সংগ্রহ করে রাখতে পারেন। 

ট্যাগ: bdnewshour24 আশুলিয়া