banglanewspaper

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য আজ মঙ্গলবার টাইগারদের দল ঘোষণা করবে।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বেলা সাড়ে ১২টায় দল ঘোষণা করবে বোর্ড।

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ২ জুন নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া বাকি দুদল হলো ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ড।

ট্যাগ: bdnewshour24 টাইগার