banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ছাত্রদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। এছাড়া স্কুল ছাত্রদের অপরিণত বয়সে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশ দেন। বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের অন্যতম বাহন বাইসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে সর্তকভাবে চলাচলের কথা বলেন তিনি। এ ব্যাপারে প্রতিটি ক্লাসে ছাত্রদের সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। 

পরে ছাত্রদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহীতোষ কুমার দে, সিনিয়র শিক্ষক ইদ্রীস আহম্মদ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী শিক্ষাবিদ নাহিদা আক্তার চৌধুরী সুমিসহ ট্রাফিক পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: bdnewshour24 নড়াইল