banglanewspaper

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরতলীর সদর রোড় থেকে দুই মাতালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের সদর রোড় থেকে সবুজ (৩২) ও রতন সাহা নামের (৩০) কে আটক করা হয়।

পুলিশ জানায়, সবুজ ও রতন সাহা বাংলা মদ খেয়ে শহরে মাতলামী করছিলো এ সময় পুলিশ তাদের আটক করে ওয়াশ করার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। আটককৃত সবুজ খুমুরিয়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে, আটককৃত রতন সাহা খুমুরিয়া এলাকার শঙ্ক ব্যবসায়ী মীপ সাহার ছেলে।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিতিৎসক শাকিল সরোয়ার জানান, সবুজ ও রতন সাহা কে ওয়াশ করার জন্য পুলিশ হাসপাতালে নিয়ে আসে। তারা দুজন মাতাল অবস্থায় ছিলো। তারা ওয়াশ করাতে রাজি না হওয়ায় তাদেরকে পুলিশ পুনরায় নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক জানান, মদ খেয়ে শহরে অস্বাভাবিক আচারন করার ফলে সবুজ ও রতন সাহা কে পুলিশ আটক করে।

ট্যাগ: bdnewshour24 পিরোজপুর