banglanewspaper

জেলার টেকনাফ উপজেলায় মোটরসাইকেলের ম্যাজিকের (স্থানীয় যান) মুখোমুখি সংঘর্ষে এক রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার সৌরবিদুৎ প্যানেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন-হোয়াইকংয়ের ঝিমংখালী এলাকার আবু শমার ছেলে গুরা মিয়া (৪৫) ও উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের আবদুল হকের ছেলে মোহাম্মদ আয়াছ (২০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এসএম দোহা জানান, বালুখালীগামী যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সঙ্গে টেকনাফগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে যাত্রীরা আহত হন। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে লেদা রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আরও অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ: bdnewshour24 নিহত