banglanewspaper

এরই মধ্যে অভিনয়ে নিজের জাত চিনিয়েছেন ভারতের বাঙালি অভিনেত্রী মৌনি রায়। তবে অভিনয় জগতে তার খ্যাতি বাড়তে শুরু করে নাগিন নামের টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। এ ধারাবাহিকের তৃতীয় সিজন শেষ হতে চলেছে। এই সিজনের শেষ এপিসোডে চমক দেখাবেন মৌনি।

নাগিনের শেষ এপিসোডে বিশেষ পারফরম্যান্স করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা একতা কপূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধারাবাহিকের শেষ এপিসোডের প্রোমো শেয়ার করেছেন একতা। তিনি লিখেছেন, ‘নাগিন অনুরাগীরা তৈরি হোন। দারুণ ফাইনাল এপিসোড আসছে। খুবই নাটকীয় হবে শেষটা। সারা পৃথিবীর মানুষ নাগিন হিসেবে যাকে ফলো করেন… তিনি আসছেন। অনুমান করতে থাকুন…।’

প্রথম দুই সিজনে মৌনী অভিনয় করলেও তৃতীয় সিজনে তাকে দেখা যায়নি। তবে সিজনের শেষ এপিসোডে তাকে তুরুপের তাস বানাতে চান একতা।

ট্যাগ: bdnewshour24 নাগিন